নাম বষিতা, Vashita এর অর্থ জানুন বাংলায়

 

নাম > বষিতা
Advertisement


নাম : বষিতা, Vashita
লিঙ্গ : মেয়ে
জাতি : Indian, Bengali, Gujarati, Hindi, Hindu, Kannada, Malayalam, Marathi, Oriya, Tamil, Telugu
বষিতা, Vashita অর্থ: যিনি তাঁর গুণের দ্বারা সম্মোহিত করেন
প্রকার: Vashita
সংখ্যা : 3
রাশি : মেষ রাশি
নক্ষত্র : রোহিনী
Read this page in English..

বষিতা, Vashita এর অর্থ
চন্দ্র ভিত্তিক বৈদিক জ্যোতিষবিদ্যা অনুসারে যে মানুষটির নাম বষিতা, Vashita হবে আশা করা যেতে পারে যে এই মানুষগুলি সাধারণত উচ্চাকাঙ্খী হবে তাদের কর্মক্ষেত্রে। সাধারণত এদের জীবনের প্রধান লক্ষ্য হবে এদের ভবিষ্যৎ কে উজ্জ্বল করে তোলা। আবার এই চিন্তাভাবনার বিপরীত দিকে গিয়ে তারা সাধারণত সারাক্ষন রঙ্গ তামাশা করতে পছন্দ করবে এবং অন্যকে খুশি দিয়েই হয়তো তারা খুশি হতে পারবে। তাদের নিজেদের জীবনে এই জাতকেরা হয়তো ক্ষণস্থায়ী আনন্দে উন্মত্ত হতে বেশি পছন্দ করবে। যে মানুষদের নাম ভ দিয়ে শুরু হবে তারা হয়তো কোনো অন্য দেশে গিয়ে শিক্ষা অর্জন করার একটা ভালো সুযোগ পাবে। এই ব্যক্তিদের মধ্যে সাধারণত একটি অসাধারণ ক্ষমতা থাকে নিজেদের পড়াশোনার জগতের চারপাশে একটি কাল্পনিক গন্ডি তৈরী করে নেয়ার। এই মানুষদের এই গুনের ফলেই হয়তো তারা যে কোনো সৃজনশৈলীর জগৎকে নিজেদের কর্মক্ষেত্র বানিয়ে ফেলতে পারবে এবং নিজেদের কাজের জায়গায় সাফল্য লাভ করবে। তবে সাধারণত এই মানুষদের রসবোধ খুবই অতুলনীয় হয় এবং এর জন্য এরা অনেক খ্যাতি অর্জন করে। যেহেতু তারা হয়তো কথা বলতে খুবই ভালোবাসে সেহেতু সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করার কাজে তারা হয়তো খুবই পটু হবে। যে কোনো কাজ ভালো ভাবে সুসম্পন্ন করার জন্য হয়তো তারা নিজেদের শারীরিক জোরের থেকে নিজেদের মানসিক বিচারশক্তির ওপর বেশি নির্ভর করে। শারীরিক দিক থেকে এই মানুষদের হয়তো মাঝে মধ্যেই সমস্যার সম্মুখীন হতে হবে। তবে জীবনের আর সব দিকে হয়তো তারা সুখী হবে। যদিও এই নামের প্রভাবে থাকা মানুষেরা তাদের চারপাশে অনেক মানুষকে দেখতে পাবে তবে তা সত্ত্বেও হয়তো মাঝে মাঝে তাদের হবি এক লাগবে।

Advertisement


বষিতা, Vashita এর অভিব্যাক্তি সংখ্যা 8 বৈদিক জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের অনেক গুরুত্ব রয়েছে।
ভারতীয় জ্যোতিষবিদ্যা থেকে বোঝা যায় যে যে মানুষদের নাম বষিতা, Vashita হয় সেই মানুষেরা সাধারণত সাহিত্যচর্চা করতে ভালোবাসে। তাদের লেখার ওপর দখলও হয়তো ভালোই হবে। তারা হয়তো সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের কর্মক্ষেত্র গড়ে তুলতে পারবে এবং হয়তো লেখা সংক্রান্ত কোনো কাজ করবে যেমন সৃজনশীল লেখা তৈরী করা বা বই লেখা বা খবরের কাগজের সম্পাদনা করা বা এইরকম অন্য কিছু। একই সময়ে তারা হয়তো খুবই সৃজনশীল মানুষ হবে। তারা হয়তো আঁকা বা নাচ বা গান বা এরম অন্য কোনো কাজ করে নিজেদের সময় ব্যাতিত করতে পছন্দ করবে। তারা হয়তো তাদের কর্ম জীবনেও সাফল্য অর্জন করতে পারবে। ছোটবেলা থেকেই তারা হয়তো খুবই ইতিবাচক ব্যক্তিত্বপূর্ণ মানুষ হবে। তাদের ছোটবেলা হয়তো খুবই আনন্দে কাটবে। তারা হয়তো খুবই প্রাণবন্তও হবে। তারা সাধারণত তাদের ইতিবাচক শক্তি তাদের সৃজনশীল কাজকর্মে লাগিয়ে দেবে। তারা সাধারণত তাদের দৈনন্দিন জীবনে খুবই প্রকৃতিস্থ হবে। তবে তারা সাধারণত স্বপ্নের জগতে হারিয়ে থাকবে। তারা হয়তো তাদের স্বপ্নপূরণ করার জন্য সব কিছু করার চেষ্টা করবে। তবে কখনো কখনো হয়তো তারা সাফল্য লাভ করতে পারবে না। তাদের কাজের পরিবেশ হয়তো ভালো হবে। তাদের সহকর্মীরা সাধারণত তাদের সব দিক দিয়ে সাহায্য করবে এবং এইভাবে হয়তো তারা তাদের কর্ম জীবনে সাফল্য লাভ করতে পারবে। তারা হয়তো খুবই মিশুকে স্বভাবের হবে। তারা সাধারণত আত্মবিশ্বাসী হবে। তারা হয়তো সব সময় চেষ্টা করবে তাদের সব কাজ শক্তি ও নিষ্ঠার সাথে করবে। এছাড়াও হয়তো তাদের সৃজনশীল চিন্তাধারার জন্য তারা তাদের কর্ম জীবনে অগ্রসর হতে পারবে।
.
যে জাতকদের নাম বষিতা, Vashita হয় সেই জাতকেরা সাধারণত খুবই সংবেদনশীল হয়। তারা হয়তো খুব সহজেই আবেগপ্রবণ ও মানসিক ভাবে দুর্বল হয়ে পরে। নিজেদের ভরণপোষণ করার মতন ক্ষমতা সাধারণত তাদের থাকবে। তারা নিজেদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে হয়তো খুব তাড়াতাড়ি অগ্রসর হতে পারবে। খুব আশ্চর্যজনক ভাবে তাদের গায়ের রং সাধারণত সাদাটে বা লালচে গোছের হবে। রূপের দিক থেকে দেখতে গেলে এই মানুষেরা হয়তো বাহ্যিক দিক থেকে সুন্দর দেখতে হবে। তারা সাধারণত চমৎকার ও সুদর্শন দেখতে হবে। মানুষ হিসেবে এই নামের জাতকেরা হয়তো খুব সম্ভবত আকর্ষণীয় হবে। অন্যদের সাধারণত খুব সহজেই তাদের দিকে দৃষ্টি যাবে। এই নামের নিচে আসা মানুষেরা হয়তো তাদের বীরত্বের অনেক নমুনা দেখতে পারবে। এরা সাধারণত সাহসী হয় এবং অন্যদের সামনে হয়তো অনেক দৃষ্টান্ত মূলক কাজ করবে। এই মানুষেরা সাধারণত স্থিরমস্তিষ্কের মানুষ হয় এবং এদের মধ্যে হয়তো সততার একটি অনন্য দিক দেখা যাবে। তারা সাধারণত সংবেদনশীল ও করুনাময় হয়। তারা হয়তো খুব সহজেই অন্যদের কষ্টটা বুঝতে পারবে। তারা সাধারণত প্রকৃতির প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হবে। তারা হয়তো অত্যন্ত শিল্পীসুলভ ব্যক্তিত্বের মানুষ হবে এবং গান ও নাচের প্রতি বিশেষ ভাবে আকৃষ্ট হবে। সাধারণত বষিতা, Vashita এর জন্য পরিবারের সদস্যদের গুরুত্ব ও স্নেহ সব থেকে বেশি হবে। তারা হয়তো একদম অবিচলিত থাকতে পারবে আর অনেক ধরণের মতাদর্শ প্রকাশ করবে যা সাধারণত অন্য কেউ পাল্টাতে পারবে না। এই নামের মানুষদের ইষ্টদেবতা হয়তো গুরু ব্রহ্মা হবেন এবং তারা সাধারণত পড়াশোনায় অগ্রসর হওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেবে।

নাম বষিতা, Vashita বা (Vashita) মানে যিনি তাঁর গুণের দ্বারা সম্মোহিত করেন. এই নাম 21 সংখ্যার অন্তর্গত
যে মানুষদের নাম বষিতা, Vashita হবে তারা হয়তো খুবই বিশ্বাসী মনের মানুষ হবে এবং নিজেদের সহকর্মীদের বিশেষত সব বিষয়েই বিশ্বাস করবে। যে মানুষেরা এই নামের প্রভাবে থাকবে তারা হয়তো নিজেদের কর্মক্ষেত্রে বেশ কয়েকজন বন্ধুর সংস্পর্শে আসবে যারা হয়তো তাদের সব কাজে সহযোগিতা করবে। তারা হয়তো যে কোনো পরিস্থিতিকে তাদের নিজেদের ইচ্ছা ও মর্জি অনুযায়ী চালিত করতে পারবে। এই মানুষেরা সাধারণত হয়তো খুবই অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষ হবে। তারা হয়তো তাদের সুখের মুহূর্তগুলি সবার সাথে ভাগ করে নিতে পছন্দ করবে। কিন্তু সাধারণত তাদের দুঃখের কথা তারা তাদের নিজেদের অন্তরের মধ্যে রেখে দিতে চাইবে। এই মানুষেরা সাধারণত অন্য ব্যক্তিদের প্রতি খুবই সহানুভুতিশীল হবে। এই জাতকেরা সাধারণত অসম্ভব রকম ভাবে সৃজনশীল হবে। তাদের এই গুণটির ওপর ভোর করে বলা যেতে পারে যে তারা হয়তো লেখক হিসেবে স্বীকৃতি পাবে। এই জাতকদের মধ্যে একটি আধ্যাত্মিক চেতনার বহির্প্রকাশ হয়তো খুবই সুস্পষ্টরূপে দেখা যাবে। সাধারণত তারা তাদের ভাগ্যের ওপর খুবই আস্থা রাখবে এবং তাদের জীবনের সব বিষয় হয়তো তারা ভবিতব্যের ওপর ছেড়ে দিতে চাইবে। এই মানুষেরা তাদের জীবনের যে কোনো পরিস্থিতির সাথে হয়তো নিজেরাই যুঝতে চাইবে। সুতরাং এই ব্যক্তিদের সাধারণত উপদেশ দেওয়া হয় যে তারা যেন তাদের কর্ম জীবন ব্যবসাতেই সীমিত রাখে। তারা হয়তো তাদের সব ব্যাপারে স্বাধীনতা চাইবে। তারা হয়তো অন্নদেরও স্বাধীন করে দিতে চাইবে। তারা সাধারণত বিশৃঙ্খলা একদমই পছন্দ করবে না। বরং তারা তাদের কর্ম জীবন ও ব্যক্তিগত জীবনেও একটি পবিত্রতার ভাব আনতে পছন্দ করবে।





Advertisement


নামের অর্থ জানুন

নামের অর্থ

Advertisement

নাম খুজুন

নাম খুজুন




জর্ম তারিখ অনুযায়ী নাম সার্চ







Advertisement

Advertisement